Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / আইন-আদালত / মেয়র সাক্কুকে আত্মসমর্পণের নির্দেশ
মেয়র সাক্কুকে আত্মসমর্পণের নির্দেশ

মেয়র সাক্কুকে আত্মসমর্পণের নির্দেশ

সোহেল রানা, সবুজবাংলা২৪ডটকম (কুমিল্লা) : কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের(দুদক) আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপন রাখার মামলায় আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়া হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল দেন।

দুদকের করা ওই মামলায় বিচারিক আদালত গত বছরের ২১ নভেম্বর সাক্কুকে অব্যাহতি দেন। এ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে, যা আজ শুনানির জন্য ওঠে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রুলে অব্যাহতির ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

সবুজবাংলা২৪ডটকম/কুমিল্লা জেলা প্রতিনিধি  /  ০৪ জানুয়ারি ২০১৮/ বুহস্পতিবার / ১৫:৩৫

nm Add-583X120-Time-120.Gift_

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.