Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / তথ্যপ্রযুক্তি / পটুয়াখালীতে ১২ জানুয়ারি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত সেমিনার
পটুয়াখালীতে ১২ জানুয়ারি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত সেমিনার

পটুয়াখালীতে ১২ জানুয়ারি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত সেমিনার

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) :  পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে ইচ্ছুক সকলের জন্য আগামী ১২ জানুয়ারী, ২০১৮ ইং শুক্রবার “ডিজিটাল আইটি ইনষ্টিটিউট” এর উদ্যোগে ১ম লেন, যুব সংসদ সড়ক, টাউন কালিকাপুর এ সকাল ১০.০০ ঘটিকা হতে “ফ্রি” এবং সকলের জন্য উন্মুক্ত এক সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রজেক্টরে প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করা হবে৷ সেমিনারে আলোচনায় বিষয় হিসেবে থাকবে
১) ফ্রিল্যান্সিং কি?
২) কিভাবে করতে হয়?
৩) ফ্রিল্যান্সিংয়ে কোন কাজের ভবিষ্যত কেমন হতে পারে?
৪) কিছু নির্দিষ্ট কাজের সংক্ষিপ্ত বিবরনসহ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বিভিন্ন দিক৷
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে ডেভেলপ করতে উক্ত সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকবৃন্দ আশাবাদী৷

সবুজবাংলা২৪ডটকম/ঢাকা  / ০৪ জানুয়ারি ২০১৮/ বুহস্পতিবার / ০৯:০৫

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.