রায়হানুল ইসলাম সোহাগ, সবুজবাংলা২৪ডটকম (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতিয় ফেন্সিডাল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাণীশংকৈল থানার পুলিশ।
শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে রাণীশংকৈল থানার পুলিশ তাদের আটক করে।
আটক মাদক ব্যবসায়ী হলেন মধ্য ভান্ডারা ৩(নং ওয়াডের)কোরবান আলীর ছেলে মনসুর আলী (৫০)
পুলিশ জানায়, শনিবারে রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার ওসি মান্নানের নেতৃত্বে পুলিশের একটি টিম মধ্য ভান্ডারা গ্রামে এলাকায় অভিযান চালায় । এসময় পুলিশ ২২বোতল বাসের চোংগায় ফেন্সিডাল সহ মাদক ব্যবসায়ী মুনসুর আলী কে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মান্নান বলেন, আটক এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছ। যাহার মামলা নং ২৬ ধারা ১৯৭৪২৫ b(2)রুজু।
সবুজবাংলা২৪ডটকম/ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি/ ২৮ মে ২০১৭ /রবিবার/ ১১: ১৫