নিজস্ব প্রতিবেদক, সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) : বাংলাদেশ এখন গোরস্থানে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, “দেশে বিএনপি নেতাকর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন গোরস্থানে পরিণত করা হয়েছে।”
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাতে নিজের কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে খুন হন সরদার আলাউদ্দীন। খুলনায় বিএনপি নেতা সরদার আলাউদ্দীন সেই মিশনেরই নিষ্ঠুর শিকার বলে মন্তব্য করেন তিনি।
খালেদা বলেন, “বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের হত্যা করে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা কবজা করে রাখাই এখন আওয়ামী রাজনীতির সংস্কৃতি।”
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির নিচতলায় খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ফুলতলা উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দীনকে গুলি ছুড়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সবুজবাংলা২৪ডটকম/ ঢাকা/ ২৬ মে ২০১৭ /শুক্রবার/ ১৬: ২৫