Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / আলোচিত / সুপ্রিম কোর্ট এলাকাই থাকছে গ্রিক দেবী মূর্তি! পুনঃ স্থাপিত হবে অ্যানেক্স ভবনের সামনে
সুপ্রিম কোর্ট এলাকাই থাকছে গ্রিক দেবী মূর্তি! পুনঃ স্থাপিত হবে অ্যানেক্স ভবনের সামনে

সুপ্রিম কোর্ট এলাকাই থাকছে গ্রিক দেবী মূর্তি! পুনঃ স্থাপিত হবে অ্যানেক্স ভবনের সামনে

সবুজবাংলা ডেস্ক, সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) : সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিস এর ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ভাস্কর্যটি না ভেঙে সুপ্রিম কোর্ট চত্বরের অ্যানেক্স ভবনের সামনে পুনঃ স্থাপিত করা হবে। বৃহস্পতিবার রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের নেতৃত্বে ১৩ জন কর্মীসহ মোট ২০ শ্রমিক ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেছেন।

প্রভাবশালী গোয়েন্দা সংস্থার একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বৃহস্পতিবার বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ডেকেছিলেন। এসময় ড. কামাল হোসেন, খন্দকার মাহবুব হোসেনসহ সুপ্রিম কোর্টের বারের বর্তমান ও সাবেক দায়িত্বশীলরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যকে কেন্দ্র করে আমি কোনও অপ্রীতিকর ঘটনা চাই না। এটি সরিয়ে নেওয়া হোক। এবং এমন জায়গায় স্থাপন করা হোক যেন প্রশ্ন না ওঠে ।’

অ্যাটর্নি জেনারেল আরও জানান, ‘এসময় সুপ্রিম কোর্টের সামন থেকে ভাস্কর্যটি সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে আমরা প্রধান বিচারপতিকে বলেছি।’ সূত্র: বাংলা ট্রিবিউন

সবুজবাংলা২৪ডটকম/ ঢাকা/ ২৬ মে ২০১৭ /শুক্রবার/ ০৩: ১২

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.