মুন্সীগঞ্জ প্রতিনিধি, সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে উপজেলার রামের খোলা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ঢাকার মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্শেদ তালুকদার জানান, ঢাকাগামী আল-মামুন ক্ল্যাসিক পরিবহন নামে একটি বাসের সঙ্গে মাওয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন বাসের চার যাত্রী। বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার কারণে শুক্রবার সকালে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
সবুজবাংলা২৪ডটকম/ ঢাকা/ ১৯ মে ২০১৭ /শুক্রবার/ ১৪: ১০