Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / বিভাগীয় / খুলনা বিভাগ / মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মেহেরপুর প্রতিনিধি ,সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) : মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার চোখতোলা গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ লাশ নিজেদের হেফাজতে নিলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলায় রাতে ডাকাতেরা গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে।

এ সময় গাংনী থানা পুলিশের একটি দল টহলে গেলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত মেডিকেল অফিসার বিডি দাস বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির মাথা ও শরীরের কয়েকটি স্থানে গুলির চিহ্ন রয়েছে। গুলিতে মাথা থেকে মগজ বের হয়ে গেছে।

তিনি আরো জানান, এ ঘটনায় গাংনী থানার এসআই বখতিয়ার খালেদ ও কনস্টেবল আবদুল হক আহত হয়েছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।
সবুজবাংলা২৪ডটকম/ মেহেরপুর/ ১৮ মে ২০১৭/ বৃহস্পতিবার/ ১০: ১০

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.