Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / জাতীয় / আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী
আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৬ মে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে।

সাধারণত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে অথবা পরে তার সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে থাকেন।

গত ডিসেম্বরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য সফরের মধ্যে এপ্রিলে চার দিনের ভারত সফর, যেখানে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। স্বাক্ষরিত হয় ২২টি সমঝোতা স্মারক ও চুক্তি।

আগামী ২১ মে রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় ‘অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিট’এ যোগ দিতে সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সবুজবাংলা২৪ডটকম/ ঢাকা/ ১৬ মে ২০১৭ /মঙ্গলবার/ ১৫: ৩৫

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.