সবুজবাংলা২৪ডটকম (গাজীপুর) : নিখোঁজের প্রায় ৬ মাস পর বন্ধুর বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক যুবকের বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।
নিহত যুবকের নাম সাখাওয়াত হোসেন। তিনি উপজেলার বাহাদুরসাদী গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং মোটরবাইকে যাত্রী পরিবহনের কাজ করতেন।
অভিযুক্ত ওই বন্ধুর নাম হুমায়ুন। উপজেলার দক্ষিণবাগ এলাকার আলী আফসার ভাড়ারির ছেলে তিনি।
সোমবার সকালে সাখাওয়াতের লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা শনাক্ত করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত হুমায়ুনের মা, বাবা, মামা, মামীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার পংঙ্কজ দত্ত ও কালীগঞ্জ থানার ওসি আলম চাদঁ জানান, গোপন সংবাদে হুমায়ুনের বাড়ির পূর্ব পাশে তার চাচা মোশাররফ ভাড়ারির সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়।
পরে তার পরিবারের লোকজন নিহতের জামাকাপড় দেখে সাখাওয়াতকে শনাক্ত করেন।
স্থানীয়রা জানায়, সাখাওয়াত নিখোঁজের তিন দিন পর জিজ্ঞাসাবাদের জন্য তার বন্ধু হুমায়ুনকে আটক করে থানায় নেয়া হয়েছিল। পরে থানা থেকে ছাড়া পেয়ে তিনি আত্মগোপনে চলে যান।
জানা যায়, গতবছরের ১৬ নভেম্বর রাতে সাখাওয়াত বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
পরে জাঙ্গালিয়ার গাদাইয়া গ্রাম থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে গতবছরের ১৮ নভেম্বর নিখোঁজ যুবকের স্ত্রী আয়শা থানায় জিডি করেন।
সবুজবাংলা২৪ডটকম/ গাজীপুর জেলা প্রতিনিধি/ ১৫ মে ২০১৭ /সোমবার/ ১৮: ৩৩