“মা”
-মোঃ শাহাদাত খান
মা হলো ছোট্ট একটি মধুর নাম
যে নামেতে মধু ঝরে অবিরাম।
মাকে দিয়েছে সকল ধর্মে উচ্চ স্থান
সে মাকে তোমরা জীবনের চাইতে করিও সম্মান।
ইসলাম শব্দে মায়ের কথা বলিয়াছে বারবার
উহ যেন করে না সে,তাহলে জান্নাত হারাম তোমার।
শিশুকালে মা ছাড়া ছিলো না আপনজন
কথা যখন না বলতি তুই,তোকে বাচিয়েছে সে জন।
মাকে তোমরা করিও কদর
জীবনে কখনো ভুলনা মায়ের আদর।
মা যদি হয় নিকৃষ্ট প্রকৃতির
তুমি তাকে মারবে না অবহেলার তীর।
মা যদি করে কাজ তোমার মনের বিরুদ্ধে
তুমি তাহা গ্রহন করো আনন্দ চিত্তে।
তাই বলি তোমরা মায়ের সাথে করো না অসৎ আচরন
ময়ের সাথে করবে সদা সদাচরণ।
শিক্ষার্থী: কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা,ঢাকা