নিজস্ব প্রতিবেদক, সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) : ইসলামী সাংস্কৃতিক জোট থেকে কলরবের সদস্য পদ সাময়িক বাতিল এবং অাবু সুফিয়ানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ শুক্রবার এক প্রেস নোটের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা অাবুল কালাম অাজাদ ও সেক্রেটারী জেনারেল এইচ এম সাইফুল ইসলাম কলরবের এই সদস্য পদ সাময়িক বাতিল এবং অাবু সুফিয়ানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।
নেতৃবৃন্দ প্রেস নোটে উল্লেখ্য করেন যে, ইসলামী সাংস্কৃতিক জোটের অন্তর্ভূক্ত সংগঠন কলরব শিল্পীদের ব্যাপারে অনৈতিক ও অসামাজিক কর্মকান্ড নিয়ে সোস্যাল মিডিয়া ও অনলাইন সংবাদ মাধ্যমে উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হওয়ায় এবং ইসলামী সাংস্কৃতিক অঙ্গনকে কলংকিত করার দায়ে এই সিদ্ধান্ত গ্রহন করেন।
উল্লেখ্য: বিচারাধীন বিষয়ে শ্রদ্ধেয় মুরুব্বীদের সিদ্ধান্তের পর কলরব এর ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবুজবাংলা২৪ডটকম/ ঢাকা/ ১২ মে ২০১৭ /শুক্রবার/২১: ৫৯
ইসলামী সাংস্কৃতিক জোট থেকে কলরবের সদস্য পদ সাময়িক বাতিল