Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / বিভাগীয় / ঢাকা বিভাগ / ঢাকা / স্থানীয় নির্বাচনে যাবে এলডিপি: অলি আহমদ
স্থানীয় নির্বাচনে যাবে এলডিপি: অলি আহমদ

স্থানীয় নির্বাচনে যাবে এলডিপি: অলি আহমদ

স্টাফ রিপোর্টার,সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এককভাবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপির এ নেতা বলেন, এ নির্বাচন জোটগতভাবে করা সম্ভব নয়। তাই নিজ নিজ এলাকায় আমরা প্রার্থী ঠিক করবো।

দেশে স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের কথা উল্ল্যেখ করে বিএনপির সাবেক এ নেতা বলেন, রাজনৈতিক নেতাদের বিতর্কিত করতে সবাই উঠে পড়ে লেগেছে। তাই তো এখন রাজনীতি থেকে শিক্ষিত ও দেশপ্রেমিক জনতা বিমুখ হয়ে যাচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, দলের প্রেসিডিয়াম সদস্য কামাল উদ্দিন মোস্তফা, আব্দুল গণি প্রমুখ।

সবুজবাংলা২৪ডটকম/ ঢাকা / ২৬ অক্টোবর ২০১৫ / সোমবার / ১৩:৫৬

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.