Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / জেলার খবর / রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সবুজবাংলা২৪ডটকম (রংপুর) : রংপুর মহানগরীর পায়রা চত্বরে ট্রাকের চাপায় হরিজন সম্প্রদায়ের এক পরিচ্ছন্ন কর্মীর শিশুপুত্র নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী  জানায়, মঙ্গলবার সকালে নগরীর পায়রা চত্বরে এলাকায় সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন করছিল পরিচ্ছন্ন কর্মীরা। এ সময় কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসির  জরুরি বীজ পরিবহনের একটি ট্রাক পাশ দিয়ে যাবার সময় পরিচ্ছন্ন কর্মীর একটি শিশু দৌড় দিলে সে ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সে স্থানীয় জুম্মাপাড়া ইউসেপ স্কুলের ছাত্র।  এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন নগরীর হারাগাছ, কলেজ রোডসহ ৩টি সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সবুজবাংলা২৪ডটকম/ রংপুর জেলা প্রতিনিধি / ২০ অক্টোবর ২০১৫ / মঙ্গলবার / ০৯:০৬

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.