Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / বিভাগীয় / খুলনা বিভাগ / বিদেশীদের নিরাপত্তায় সরকারকে আন্তরিক হতে হবে : সুইডেনের রাষ্ট্রদূত
বিদেশীদের নিরাপত্তায় সরকারকে আন্তরিক হতে হবে : সুইডেনের রাষ্ট্রদূত

বিদেশীদের নিরাপত্তায় সরকারকে আন্তরিক হতে হবে : সুইডেনের রাষ্ট্রদূত

সবুজবাংলা২৪ডটকম (চুয়াডাঙ্গা) : সুইডিশ রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বলেছেন, “সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশী নাগরিক, ব্লগার, পীর হত্যার ঘটনায় উদ্বিগ্ন সুইডেন সরকার। এসব হত্যার ঘটনায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপ সন্তোষজনক। তবে এদেশে সমস্ত বিদেশীদের নিরাপত্তার ব্যাপারে সরকারকে আরো আন্তরিক হতে হবে।

মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের ‘কমিউনিটি বেজড্ ক্লাইমেট অ্যাডাপটেশন প্রজেক্ট’ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

দুই বিদেশী নাগরিক হত্যার ব্যাপারে সুইডেন রাষ্ট্রদূত বলেন, “এটি খুবই উদ্বেগজনক। কোনো হত্যাই সুইডেন সমর্থন করেনা। এ হত্যার দ্রুত বিচার দেখতে চাই সুইডেন।”এর আগে তিনি ওয়ে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা করেন। এরপর দামুড়হুদা উপজেলার ডুগডুগি নামক স্থানে প্রজেক্ট পরিদর্শনে যান। এরপর ভারত সীমান্তের দর্শনা চেকপোস্ট পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুইডিশ মিস কিজ্জা, প্রোগাম অফিসার রেহানা, দামুড়হুদা ইউএনও ফরিদুর রহমান, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ।

সবুজবাংলা২৪ডটকম/ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি / ২০ অক্টোবর ২০১৫ / মঙ্গলবার / ১৩:৩৬

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.