Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / অপরাধ জগত / সুন্দরবনে ৪টি অস্ত্রসহ আটক ১
সুন্দরবনে ৪টি অস্ত্রসহ আটক ১

সুন্দরবনে ৪টি অস্ত্রসহ আটক ১

সবুজবাংলা২৪ডটকম (সাতক্ষীরা) : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কালিরখাল এলাকা থেকে চারটি অস্ত্রসহ ফরিদ মোল্যা নামে একজনকে আটক করেছে র‌্যাব ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।

বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপজেলার কাঠেশ্বর বন বিভাগ স্টেশনসংলগ্ন কালিরখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

যৌথবাহিনীর দাবি, আটক ব্যক্তি বনদস্যু আমির বাহিনীর সদস্য।

ফরিদের বাড়ি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোরা গ্রামে। তার বাবার নাম হাফিজুল মোল্যা।

বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস এম শোয়েব খান সবুজবাংলা২৪ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যু ফরিদ মোল্যাকে র‌্যাব ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা সুন্দরবনের কালিরখাল এলাকা থেকে দুটি দেশী ও দুটি বিদেশী বন্দুকসহ আটক করে।

র‌্যাব-৬ এর সিটিসি অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল ইসলাম জানান, ফরিদ মোল্যা কুখ্যাত বনদস্যু আমির বাহিনীর অন্যতম সদস্য। তাকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

সবুজবাংলা২৪ডটকম/ সাতক্ষীরা জেলা প্রতিনিধি / ১৬ অক্টোবর ২০১৫ / শুক্রবার / ০১:৫৬

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.