Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / জাতীয় / দেশে জঙ্গীদের বড় ধরনের উত্থান হয়নি : তথ্যমন্ত্রী
দেশে জঙ্গীদের বড় ধরনের উত্থান হয়নি : তথ্যমন্ত্রী

দেশে জঙ্গীদের বড় ধরনের উত্থান হয়নি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) :   স্তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গীদের বড় ধরনের উত্থান হয়নি। তবে যেটুকু সংগঠিত হওয়ার চেষ্টা করছে সরকার তা কঠোর হাতে দমন করে দিচ্ছে ।

মন্ত্রী বলেন, দুই একজন মানুষ হত্যা করে বাংলাদেশকে অস্থিতিশীল করা যাবে না। সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক ব্রিফিংয়ে এ তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এ দুটি ঘটনা বিচ্ছিন্ন, নাকি সংগঠিত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আমার মনে হয় ঘটনা দুটি গভীর ষড়যন্ত্রের সংগঠিত অংশ।’মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় বাংলাভাইদের অস্বীকার করেছিল। বলেছিল জঙ্গীরা মিডিয়ার সৃষ্টি। এখনও বাংলাদেশের জঙ্গীদের তৎপরতাকে অস্বীকার করছে বিএনপি

সবুজবাংলা২৪ডটকম/ ঢাকা /০৮ অক্টোবর ২০১৫/বৃহস্পতিবার / ১৭:০৪

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.