Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / অর্থনীতি-ব্যবসা / বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত উন্নতি চায় বিশ্বব্যাংক
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত উন্নতি চায় বিশ্বব্যাংক

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত উন্নতি চায় বিশ্বব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক,সবুজবাংলা২৪ডটকম (ঢাকা) : বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটানোর তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন এ কথা জানান।

অ্যানেট ডিক্সন সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বিষয়ে গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বেসরকারিখাতের অর্থায়ন প্রসঙ্গেও কথা হয়েছে।

তিনি বলেন,  বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উঠে আসতে হলে দ্রুতই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। সঙ্গে বেসরকারিখাতে দীর্ঘ মেয়াদি সুবিধাও দিতে হবে।

বিশ্বব্যাংকের এই কর্মকতা বলেন, সরকারের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারা বলেছেন-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। ফলে তা অর্থনীতিতে প্রভাব ফেলবে না।

বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী উপস্থিত ছিলেন।

সবুজবাংলা২৪ডটকম/ ঢাকা / ২৩ ফেব্রুয়ারি,২০১৫ / সোমবার/ ১৬:২১

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.