Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / খেলা / অনূর্ধ্ব-১০ বিভাগে ৫ম হয়েছে ফাহাদ
অনূর্ধ্ব-১০ বিভাগে ৫ম হয়েছে ফাহাদ

অনূর্ধ্ব-১০ বিভাগে ৫ম হয়েছে ফাহাদ

Youth Chessস্পোর্টস ডেস্ক (সবুজবাংলা২৪ডটকম): ওয়ার্ল্ড ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব-১০ বছর বিভাগে পঞ্চম হয়েছে বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। শনিবার শেষ রাউন্ডে মঙ্গোলিয়ার সুগার গান-এরদেনেকে হারান তিনি।

ফাহাদ এগারো ম্যাচে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে প্রায় দুইশ প্রতিযোগির মধ্যে পঞ্চম হওয়ার গৌরব অর্জন করেন। ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্রের আয়োন্দার লিয়াং।

মূল প্রতিযোগিতার পাশাপাশি একই বিভাগে দ্রুতগতির দাবাতেও অংশ নেন ফাহাদ।

৭ রাউন্ডের এই প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ফাহাদের সংগ্রহ সাড়ে ৪ পয়েন্ট।

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.