Gmail! | Yahoo! | Facbook | Bangla Font
শিরোনাম
প্রচ্ছদ / খেলা / বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ফাহাদের টানা তৃতীয় জয়
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ফাহাদের টানা তৃতীয় জয়

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ফাহাদের টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক (সবুজবাংলা২৪ডটকম):  সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে তরুণদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডেও জিতেছে বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

এই প্রতিযোগিতায় দশ বছরের বিভাগে খেলছে ফাহাদ। শুক্রবার ফাহাদ তৃতীয় রাউন্ডে হারায় ভারতের আরণ্যক ঘোষকে।

১১ রাউন্ডের এই প্রতিযোগিতা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

শুরুতে বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতার বিভিন্ন বয়স বিভাগে চার জনের খেলার কথা থাকলেও ফেডারেশনের আর্থিক সংকটের কারণে গিয়েছে কেবল ফাহাদ।

ফাহাদ মাত্র ১০ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হয়েছে। চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এই দাবাড়ু এর আগে জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছে।

মন্তব্য

Scroll To Top
Copy Protected by Chetans WP-Copyprotect.